মোংলা(বাগেরহাট)প্রতিনিধি::: মোংলায় ধান চাষাবাদে উদ্যেগি জমির মালিকদের ওপর হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ জানুয়ারী) রাতে ফেলরখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক নারী-পুরুষ সহ ৭ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের অভিযোগ, উপজেলার ফেলুরখন্ড গ্রামের জমির মালিকদের ফুঁসলিয়ে ২০০৮ সাল থেকে ৪৫ একর জমিতে লবন পানি আটকে চিংড়ি চাষ শুরু করেন চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল। আর সেই থেকে আমান ধানের চাষাবাদ বন্ধ করে দেয়া হয়। জমির মালিক ও কৃষকদের বাৎসরিক হাঁরির(ইজারার) টাকা নিয়ে নয়ছয় করে প্রায় ১৬ বছর ধরে ধান চাষাবাদের এ জমি জবরদখল করে সাবেক ওই চেয়ারম্যান। এ ঘটনার প্রতিবাদ সহ
জমির মালিকরা খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সমবায় ভিত্তিতে মৌসুমী আমন ধানের চাষাবাদ চিংড়ি চাষের উদ্যোগ নেয়। এ বছর চিংড়িং মৌসুম শুরুর আগেই জমির মালিক ও কৃষকরা আপত্তি ও তাদের উদ্যেগের কথা জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নানাভাবে হুমকী-ধামকী দিয়ে আসছে সাবেক চেয়ারম্যান রাসেল ও তার অনুসারীরা। এ বিষয় জমির মালিকরা সম্মেলিতভাবে থানা পুলিশে অভিযোগ দায়ের করলে স্থানীয়ভাবে গত মঙ্গলবার সন্ধ্যায় ফেলুরখন্ড গ্রামে শাশিল বৈঠক বসে। এ বৈঠকে জমির মালিকদের হাঁরির (ইজারা) স্বাক্ষর জালিয়াতি ধরা পড়ে। এক পর্যায় ধান ও মাছ চাষাবাদে নিজেদের জমি ফেরৎ নেয়ার আগ্রহ জানালে জমির মালিকদের ওপর হামলা ও বেদড়ক মারধর করেন সাবেক চেয়ারম্যান রাসেল, তার ভাই সোহেল, শাহিন, তুহিন, ইসরাফিল, আলম, হেমায়েত, আজম ও আলম
হাওলাদার সহ এক দল সন্ত্রাসী বাহিনী। তাদের অতর্কিত হামলায় জমির মালিক নারী-পুরুষ সহ অনেকে জখম হয়। এদের মধ্যে রজিয়া বেগম(৫৫), ইমদাদুল হক টুকু(৪০),নজিমুল শেখ(২৮), গোলাম শেখ(৫৭), মমতাজ বেগম(৫০), আব্দুল মজিদ শেখ(৭৫), শেখ শাকিল(২৮) কে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ হামলা ও মারধরের প্রতিবাদে বুধবার (৪ জানুয়ারি) মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জমির মালিকরা। তাদের পক্ষে চিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মজিবুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সুন্দরবনের সাবেক দস্যু বাহিনীর সদস্যদের ব্যবহার ও অবৈধ অস্ত্রের ভয়
দেখিয়ে কৃষক ও জমির মালিকদের জিম্মি করে লবন পানি আটকে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করছেন সাবেক চেয়ারম্যান রাসেল । এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে অপর দিকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষক ও জমির মালিকরা। তিনি আরও বলেন, হামলার ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ সংবাদ সম্মেলনে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ আশা করছেন তারা। এ প্রসঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল রাসেল বলেন- জমির মালিকদের কাছ তেকে হাঁরি (ইজারা)নিয়ে তিনি কয়েক বছর ধরে চিংড়ি ঘের করছেন। কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।