রিপোর্টারঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন ::: দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে দক্ষিণ দপ্তরীপাড়ায় মনোরম পরিবেশে বেকার নারীদের কাজের সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে, আপন হেয়ার ক্যাপ এন্ড হেয়ার স্টাইল। কোন প্রকার পূর্বের অভিজ্ঞতা ছাড়াই যেকোনো কর্মী প্রশিক্ষণ চলাকালীন চার হাজার টাকা সম্মানী প্রদানের ব্যবস্থা সহ দ্বিতীয় মাস অতিবাহিত হলেই ৭ হাজার টাকা মূল বেতন প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পরিচালক এর সাথে কথা বলে জানা যায় নিয়মিত
কর্মীদের দ্বিতীয় বছর হতে ধর্মীয় উৎসবের বোনাস ও তৃতীয় বছর হতে 10% বেতন বৃদ্ধি হবে। কর্মীর ছেলে অথবা মেয়ে এসএসসি/ এইচএসসি সমান পরীক্ষার্থী হলে আর্থিক সহযোগিতা পাবে, কর্মীর কন্যা দায়গ্রস্থ হলে তাকেও আর্থিক সহযোগিতা করা হবে ও কর্মীর পরিবার কেহ মৃত্যু বরণ করলে , দাফন কাফনে সহযোগিতা করার কথা তিনি বলেন। আলাপ চারিতার একপর্যায়ে তিনি আরো বলেন প্রতিষ্ঠানটি নিবেদিত কর্মীদের প্রথম মাস হতে একশত মাস চাকরিরত মতো থাকলে প্রভিডেন্ট ফান্ড ২
লক্ষ টাকা দেওয়া হবে। আমাদের প্রতিষ্ঠানের কর্মীরা প্রতি শুক্রবার ওভারটাম করলে দিনশেষে পারিশ্রমক নগদ প্রদান করা ব্যবস্থা করছি। আপন হেয়ার ক্যাপ এন্ড হেয়ার স্টাইল প্রতিষ্ঠানটিতে কেউ কাজ করতে আগ্রহী হলে অফিসে এসে অথবা কর্মীর কাছ থেকে ফরম সংগ্রহ করুন এবং ফরমটি নির্ভুল ভাবে পূরণ করে কর্মীর হাতে অথবা অফিস চলাকালীন সকাল ৯ টা হতে ৫টা পর্যন্ত সশরীরে অফিসে আসে ফরমটি জমা দিতে পারেন বেকারত্ব দূর করে নিজেকে স্বাবলম্বী হওয়ার এক সুবর্ণ সুযোগ করে দেওয়াই আমার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।