সফিয়ার রহমান পাইকগাছা (খুলনা)::: খুলনার পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরাম(MSF)এর নব-গঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৪জানুয়ারি)সন্ধ্যায় পাইকগাছা পৌরসভার জেলা সুপার মার্কেটস্হ সংগঠনের অস্হায়ী কার্যালের এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এফ,এম বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জেষ্ঠ সাংবাদিক আলাউদ্দীন রাজা। সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় সভায় উপস্হিত ছিলেন, কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মহানন্দ অধিকারি মিন্টু, সহ-সভাপতি পাক্ষিক গনমিছিলের স্টাফ
রিপোর্টার আব্রাহাম সরকার,সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জিয়াউদ্দীন নায়েব,সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মানছুর রহমান জাহিদ,কোষাধ্যক্ষ পাক্ষিক গনমিছিলের বিশেষ প্রতিনিধি দেব প্রসাদ মন্ডল(শিক্ষানবিশ আইনজীবি),দপ্তর সম্পাদক দৈনিক প্রজন্মের ভাবনা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাক্ষিক গনমিছিলের উপজেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার দাশ,ধর্ম বিষয়ক সম্পাদক অপরাধ তথ্য চিত্রের বিভাগীয় ব্যুরো চিফ মুজিবর রহমান মল্লিক,স্বাস্হ্য বিষয়ক সম্পাদক পাক্ষিক গনমিছিলের ইনফরমার হেকিম এস,এম খলিলুর রহমান, কার্যকরী কমিটির দৈনিক খুলনা টাইমসের
কপিলমুনি প্রতিনিধি ইকবাল হোসেন,দৈনিক সংযোগ প্রতিদিন প্রতিনিধি এস,এম হাবিবুর রহমান আবু মুছা,দৈনিক জাহানাবাদ প্রতিনিধি আবু ইসহাক,জাতীয় দৈনিক আমাদের বার্তা প্রতিনিধি আসাদুজ্জামান মিঠুন,দৈনিক গ্রামের কন্ঠ প্রতিনিধি এম জালাল হোসেন সহ বেলাল হোসেন, রুহুল আমিন ঢালী, শফিয়ার রহমান ও হারুন অর রশিদ। আলোচনায় সভায় বক্তারা বলেন, এই ফোরাম পাইকগাছা উপজেলার সাংবাদিকের অধিকার আদায়ে কাজ করবে। পাশাপাশি এ অঞ্চলের সংকট সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেজন্য সংগঠনের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রক্রিয়া জরুরি বলে মত প্রকাশ করেন তারা। সর্বোপরি এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সবার আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ।