খানজাহান আলী থানা প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এম.পি’র সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার রাতে শ্রম প্রতিমন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা
বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কুয়েট অফিসার্স এসোসিয়েশনে সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মাদ এরশাদ, সাধারণ সম্পাদক . মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মেহেদী ইসলাম, কার্যনির্বাহী সদস্য হেলাল ফকির, জাহাঙ্গীর হোসেনসহ সমিতির নিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গত ১ জানুয়ারী দায়িত্ব
গ্রহণ করেন। দায়িত্বগ্রহণের পর এসোসিয়শনের সভাপতি হুসাইন মুহাম্মাদ এরশাদ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নেতৃত্বে কেবিনেটের সকল নেতৃবৃন্দ কুয়েট ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুূলেল শুভেচ্ছা বিনিময় করে।