বাগেরহাটের চিতলমারিতে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা, থানায় অভিযোগ

মিরাজুল শেখ, বাগেরহাটঃ বাগেরহাটের চিতলমারী উপজেলা বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর ৬ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা কারী মোঃ আবু সাইদ মৃধা (৭২) এর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গত সোমবার (২৬ ডিসেম্বর) সকাল নয় টার সময় পরানপুর বাজারে ঘটনাটি ঘটেছে। এ ঘটনার দুইদিন পর মুক্তিযোদ্ধা কারী মোঃ আবু সাইদ মৃধা বাদী হয়ে মৃত আরজ আলী শেখের ছেলে শহিদ শেখকে বিবাদী করে চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।বীর মুক্তিযোদ্ধা

কারী আবু সাইদ মৃধা তার অভিযোগে বলেছেন বিবাদী শহিদ শেখ এলাকার খারাপ ও মাস্তান প্রকৃতির লোক।বিবাদীর সাথে আমার বড় ছেলের কিছু টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। কিন্তু গত পাঁচ বছরে সেই টাকা পরিশোধ সহ বিবাদীর সাথে আমাদের সকল প্রকার ঝামেলা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে মিটে যায়। বিবাদীর সাথে আমাদের সকল ঝামেলা মিটে যাওয়ার পরেও বিবাদী প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করে আসছে এবং আমাকে রাস্তাঘাটে দেখামাত্র বিভিন্ন সময় বিভিন্ন অংকের টাকা চাহিয়া আমার সাথে চাঁদা বাজী করে আসছে।

আমি সোমবার সকালে পরানপুর বাজারে বিবাদীর সাথে আমার দেখা হলে বিবাদী আমার কাছে ১০ হাজার টাকা চাইলে আমি বিবাদীকে বলি যে, তুমি আমার কাছে কোন টাকা পাওনা।আমার কাছে আর টাকা চাবে না। তখন বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে গালিগালাজ করিতে থাকে এবং আমাকে চর,কিল, ঘুষি মাড়িয়া নিলাফোলা জখম করে দেয়।এসময় স্হানীয় লোকজন ঘটনাস্থলে থেকে আমাকে উদ্ধার করে।

বিবাদী শহিদ শেখের সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।তদন্তকারী এ,এস,আই মোহাম্মদ ইউসুফ বলেন, গত কাল ঘটনাস্হল পরিদর্শন করেছি। দুজন দুজনের আত্মীয়।চায়ের দোকানে বসে কথা কাটাকাটি হয়েছে।মারামারির ঘটনা ঘটেনি।বিষয়টা স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা বসে নিষ্পত্তি করার আশ্বাস দিলে পুলিশ ঘটনাস্হল ছেড়ে চলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top