রিপোর্টার মিজানুর রহমান খুলনাঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত ইকরা একাডেমি বাইনতলা বাজার-খুলনা “শুভ উদ্ভোদন ও দোয়া অনুষ্ঠান”
সম্পন্ন হয়েছে। মোঃমাওলানা রবিউল ইসলাম এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এম.মিলন, চেয়ারম্যান, ৭নং আমিরপুর
ইউনিয়ন, বটিয়াঘাটা,খুলনা, খলিলুর রহমান , মাওলানা ডাঃ আব্দুল কাদের, আঃ খালেক ,হযরত মাওলানা আব্দুল হামিদ , ক্বারী ইমরান হুসাইন , মাওলানা মোহাম্মাদুল্লাহ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা খানজাহান আলী , আকতার শেখ, হায়দার আলী,
মাওলানা মুহসিন সহ অসংখ্য ওলামায়েকরাম।
সকলের কাছে দোয়া কামনা করছি যেন মহান আল্লাহ তায়ালা আমাকে আল কোরআনের জন্য কবুল করেন।
আমৃত্যূকাল কোরআনেরব খেদমত করতে পারি।
আমিন।