খানজাহান আলী থানা প্রতিনিধিঃ শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা এবং মিলটি বন্ধ করতে একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক জনসভা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শিরোমণি কেন্দ্রেীয় শহীদ মিনার চত্বরে এ শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক জনসভা থেকে লাঠি মিছিল কর্মসুচি ঘোষণা করা হয়। শ্রমিক জনসভায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মু্িক্তযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী। শ্রমিক নেতা শেখ আবু তালেবের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা সাহেব আলীর সঞ্চালনায় শ্রমিক জনসভায় বক্তৃতা করেন শ্রমিক
নেতা আসাদুজ্জামান আশা, ৩৪নং শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন, শাহ মনিরুল ইসলাম, গাজী আবুল হাসান, শেখ কেসমত আলী,মীর আফসার আলী। জনসভা থেকে আগামী ১৩ জানুয়ারী শুক্রবার আছরবাদ শিরোমণিতে লাঠি মিছিলের কর্মসুচি ঘোষনা করা হয়।