নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

সর্দার বাদশা নিজস্ব প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া-সড়কপুর রোডে গোডাউন মোড়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে। ২৯শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন

সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট

বিতরণ করেন। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ,খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট পবিত্র বিশ্বাস সহ সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, তারক দাস, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top