রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ নাটোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা সহ জোয়াড়ীয়া ও মাঝগঁাও ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ বৃহষ্পতিবার ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ সকাল সাড়ে ৮টায় বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রথম তার ভোট প্রদান করেন। ভোট প্রদানের পর তিনি জানান, এ নির্বাচনী এলাকায় কোন বিশৃঙ্খলা ঘটবেনা আশা করি। আমি আমার পরিবার পরিজন সহ কারো
কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসেছি এবং ভোট প্রদানের জন্য সারিতে দঁাড়িয়েছি। এ নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, বিজিপি, পুলিশ, আনসার-ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছেন।