পাটকেলঘাটায় নদীর জমি দখলে নেওয়ায় ডাঃ প্রতাপ কাশ্যপী সমলোচনার শীর্ষেঃ

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধিঃ কপোতাক্ষ নদীর উপর নির্মিত বড় ব্রিজ থেকে শুরু করে পাটকেলঘাটার কালি মন্দির পর্যান্ত নদীর দুইপাড় অবৈধ দখলদারদের হাতে জিম্মি ডাঃ প্রতাপ কাশ্যপী নদীর পাশে বেড়া দিয়ে জমি দখলে নেওয়ায় সমালোচনার শীর্ষে। সুত্রে প্রকাশ পাটকেলঘাটার কালিবাড়ি সংলগ্ন মৌসুমি ক্লিনিকের স্বত্তাধিকারী ডাঃ প্রতাপ কাশ্যপীর নদীর ধারে ৭১ শতাংশ রেকডিও।যে জমি যা পূর্বেই সিমানা নির্ধারন করা ছিল পাশে পাচালী দিয়ে। রাতারাতি পাচালির বাহিরে নদীর ধারে ৩ ফুটের অধিক জমি বেড়া দিয়ে নিজ দখলে নিয়ে

নেন । একারনে তিনি এলাকা বাসির কাছে হাসির পাত্র হয়ে পড়েছেন মোঃ মতিয়ার রহমান বলেন আমরা আরকি বলবো।সরকারের অর্পিত সম্পত্তি নদীর পাশে সব ধনী লোকেদের জন্য। তারা দখল করলে কিছুই হয়না।আর গরিব মানুষ যাদের মাথা গোজার ঠাই নাই তারা রোদ বৃষ্টি হতে বাচার জন্য পলিথিন কাগজ দিয়ে ছাউনি দিলেও তা ভেঙ্গে দেওয়া হয়।এদিকে বিষয়টি নিয়ে চলতি মাসের গত ২৬ নভেম্বর রবিবার এসএম তৌহিদুজ্জামান তার ফেইজবুকপেজে দখল হয়ে যাওয়া ঘটনাটি পোষ্ট করেন।পরে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

মারুফুল ইসলাম(মারুফ) বলেন ডাঃ প্রতাপ কাশ্যপী ধনী লোক তার নদীর ধারে জমি বাড়ানো ঠিক হয়নি।তার জমি হলে এতদিন কেন বাড়ায়নি এখন কেন বাড়াচ্ছে।হয়তো টাকা পয়সার মাধ্যমে কাগজপত্র ঠিক করছে রহিম বলেন আমি ছোট কালে দেখেছি ডাঃ যে যায়গা এখন বেড়া দিয়েছে সেটা ছিল নদীর ভিতরে ।তাহলে ডাক্তার কিভাবে সরকারী জমির উপর বেড়া দিলো। কালিবাড়ি মন্দির কমিটির সহ-সম্পাদক অরুন ঘোষ বলেন,কমিটির সদস্যরা বেড়া উঠিয়ে নেওয়ার জন্য তাকে তিনদিনের সময় দেওয়া হয়েছে। এবিষয়ে ডাঃ প্রতাপ

কাশ্যপী বলেন আমি চেয়ারম্যান আঃ হাইকে বলেছিলাম। আমি আমার রেকডিও সম্পত্তির উপর বেড়া দিয়েছি।এখনো আমার রেকডিও জমি নদীর ভিতরে ।
এবিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুহুল কুদ্দুস বলেন, আমি বিষয়টা শুনলাম। আগামী রবিবার নদীর দুই ধারে অবৈধ দখলদাররে বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের জন্য নদীর সিমানা নির্ধারন করা হবে।নদীর ধারে সরকারী জমি কেউ প্রভাব খাটিয়ে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনুগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top