খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনা বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিসে চলছে দালালদের রমরমা বানিজ্য৷ দালালদের কারনে ও অএ অফিসের কিছু অসাধু কর্মচারীর অনিয়ম ও দুর্নীতির কারনে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারন মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে । খাজনা থেকে শুরু করে নাম পত্তন কেস গুলোতে হচেছ দুর্নীতি । ভূমি অফিসটা যেন হয়ে গেছে দালালদের পৈত্রিক সম্পত্তি ।দালাল ছাড়া মিলছে না সেবা । এই বিষয় নিয়ে অত্র ভূমি অফিসের বড় বাবু কৃষ্ণ পদ দাসের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন যে, আমি শুধু নাম পত্তন
কেস গুলো দেখি, অন্যান্য কেস গুলো দেখে নায়েব বাবুল আকতার ও নায়েব তৌহিদুল ইসলাম । সত্য বলতে কি নামপত্তন কেসের জন্য আমি পাঁচশত টাকা নিয়ে থাকি। সাংবাদিকরা জানতে চায় যে পাঁচ শত টাকা নেওয়া কতটা যুক্তিসঙ্গত । তিনি বলেন যে প্রকৃত জমির মালিকরা এখানে আসেন না, খুব কম আসে। আমাদের দালালদের সাথে কাজ করতে হয়। এই কারনে পাঁচশত টাকা আমি নিয়ে থাকি । অত্র ভূমি অফিসের অপর নায়েব তৌহিদুল ইসলামের কাছে এই বিষয়ে কিছু জানতে চাইলে, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি কোনো দালালের কাজ করি না, জমির মালিক ছাড়া অন্য কারো সাথে কাজ করিনা। ভূমি অফিসের আরেক নায়েব বাবুল আক্তারের কাছে জানতে
চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি এই অফিসের নায়েব, আমি এ বিষয়ে আপনাদের কাছে কিছু বলতে বাধ্য না। এ বিষয়ে কিছু জানার থাকলে আমার ঊর্ধ্বতন স্যারের সাথে কথা বলতে পারেন । এলাকাবাসী ও ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারন মানুষের দাবি, এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হলো,অত্র ভূমি অফিসে দালালের অবাধ আনাগোনা চলে যাবে, অত্র ভূমি অফিস দুর্নীতি মুক্ত হবে বলে এলাকাবাসী ও সুশীল সমাজ প্রত্যাশা করে।