কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি- হুসাইন মুহাম্মাদ এরশাদ. সম্পাদক- মাহমুদুল হাসান নির্বাচিত

ন্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কুয়েটের নির্বাহী প্রকৌশলী(বিদ্যুৎ)ইঞ্জি. হুসাইন মুহাম্মাদ এরশাদ এবং সাধারণ সম্পাদক পদে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত)

মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রদীপ কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানাগেছে, সভাপতি পদে প্রকৌশলী হুসাইন মুহাম্মাদ এরশাদ(বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সহ-সভাপতি পদে মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে রুমেন রায়হান, সংগঠনিক সম্পাদক পদেসিহাবউদ্দিন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাজিন আবীর. সমাজকল্যাণ সম্পাদক পদে কাওসার আহমেদ(বিনাপ্রতিদ্বন্দ্বিতায়),

দপ্তর ও প্রচার সম্পাদক পদে আশিকুর রহমান নয়ন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদী ইসলাম(বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), আইন বিষয়ক সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিকী আবির, কোষাধ্যক্ষ পদে শাহ মো. শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে টুম্পা রানী রায়(বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং কার্যনির্বাহী সদস্য তিনটি পদে মো. হেলাল ফকির, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মঈনুল হক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. আসিফ আঞ্জুম আকাশ, নাহিদা সুলতানা এবং জান্নাতুল ফেরদৌস দোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top