বাগেরহাটে বৈশাখী টেলিভিশনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত

সবুজ শিকদার, বাগেরহাটঃ আজ বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ব্যতিক্রমধর্মী বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম। বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী

বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম।
আরও উপস্থিত ছিলেন, বৈশাখী টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি আকমল উদ্দিন সাকি, বাংলাদেশ প্রতিদিনের শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি আজমল হোসেন, চ্যানেল ২৪ এর আরিফুল ইসলাম আকিন্জী, বাংলাভিশনের মাসুদুল হক, একুশে

টেলিভিশনের মইনুল ইসলাম, গ্লোবালের সোহেল রানা বাবু, দৈনিক আজকের পত্রিকার সোহান শেখ, এস এম রাজ, কামরুজ্জামান শিমুল সহ মহিলা পৌর কমিশনার, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। এর আগে একটি র‍্যালি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top