মেহেদি হাসান নয়ন, বাগেরহাটঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সীমান্তে অবস্থিত চিত্রা নদীর পাড়ে চরজুড়ে গড়ে ওঠা সবুজের সমারহ মিনি সুন্দরবন পরিদর্শন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এবং তার পুত্র নেহাল। এসময় ফকিরহাট উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত নেহাল উৎসবে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেববতী মিস্ত্রি।
এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুজা, মহিলা ভাইচ চেয়ারম্যান তহুরা খানম, সাংবাদিক বাবুল সরদার সহ পুলিশ, আনসার, গ্রাম রক্ষাবাহিনীর সদস্য প্রমুখ।
নেহাল উৎসবে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান,চিত্রা নদীর পারে মিনি সুন্দরবন পর্যটন কেন্দ্রটিতে দর্শনার্থীদের আতৃষ্ট করতে স্থানটির পরিবেশ পরিষ্কার রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা প্রদান করা হবে এবং মিনি সুন্দরবনের সার্বিক
উন্নয়নের কাজ অব্যহত থাকবে।