স্টাফ রিপোর্টারঃ রাজিব ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়। আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে এলাকার অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা। আলি আমম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তৃতা করেন ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, বায়জিত আহম্মেদ, রাজিব ভুইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র, রেজওয়াজ আকুঞ্জি রাজা, মিঠু হোসেন, রমজান আলী, ইমদাদুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এলাকার প্রায় ৫শত পরিবারের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।