জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ সঠিক পরিকল্পনা আর ইচ্ছাশক্তি থাকলেই জীবনের সফলতা সম্ভব। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সবার সুপরিচিত ও একজন স্বাস্থ্য সেবক, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ আল আমিন তালুকদার, আব্দুল আজিজ মেডিকেল সেন্টারে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত দ্বায়িত্বে ছিলেন পরবর্তী ২০১০ সালের মাঝামাঝি কয়েকজনকে সাথে নিয়ে জুড়ী আধুনিক (প্রাঃ) হাসপাতাল প্রতিষ্ঠা করেন, এলাকাবাসী জানান কভিড১৯ / করোনা মহামারী সময় ডাক্তার মোঃ আল আমিন তালুকদার, বাড়ি বাড়ি গিয়ে দিন রাত ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা দিয়েছেন
নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এবং অগনিত ফ্রি- মেডিকেল ক্যাম্পিং ফ্রি- ঔষধ বিতরন করে যাচ্ছেন, কিছু ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও অনেক ডাক্তার স্বেচ্ছাসেবী এবং পুলিশ ভাইরা যথেষ্ট ধৈর্য ও সহযোগিতা নিয়ে কাজ করেছিলেন । যত যাই বলি না কেন যখন আমরা রোগাক্রান্ত হই ডাক্তার ব্যতীত আমরা অন্য কোন রাস্তা খুঁজে পাইনা। মানুষের খারাপ দিকগুলো নিয়ে পড়ে থাকা আমাদের একটি অভ্যাস। করোনাভাইরাস এর সময়ে ডাক্তারদের অনেক ভূমিকা ছিল উদ্যোক্তা ডাঃ মোঃআল আমিন তালুকদার বলছিলেন, নিজ থেকে কিছু করার তাগিদ অনুভব করার কারণেই স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যদি দেশের
মানুষের কল্যাণ হয়, তাহলেই স্বার্থক হবে এই ক্ষুদ্র প্রয়াস। তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশে যেসব উচ্চ শিক্ষিত তরুণ আছেন, তাদের মানসিকতা বদলাতে হবে। চাকরি করবেন না, চাকরি দিবেন এই মানসিকতা সৃষ্টি করতে হবে। ফলে নিজে লাভবান হওয়ার পাশাপাশি দেশও লাভবান হবে। ডাঃ মোঃ আল-আমিন তালুকদার২৩/১২/১৯৮২ইং আপনার শুভ জন্মদিনে আমার পহ্ম থেকে শুভ কামনা রৈল অবিরাম আপনি যথাযথ সময়েই কারন ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত আপনার উদ্যোগ নেওয়া হাসাপাতালের মাধ্যমে আমরা জুড়ী বাসি ২৪ ঘন্টা চিকিৎসা সেবা পেয়েছি পরবর্তী ২০১৭ সাল হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলেও সেবামূলক কাজে কিছুটা অগ্রগতি হলে ও এখনো আপনার হাতে গড়া প্রতিষ্টান থেকে আমরা ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুযোগ সুবিধা পাচ্ছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আপনার সার্বিক সুস্থতা কামনা করছি