জাকির হোসেন জুড়ী বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বি-২৫১) কার্যকরি পরিষদ-এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩-২০২৫ সম্পন্ন হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুড়ী অঞ্চলের
১৭টি (জুড়ী, বড়লেখা ও কুলাউড়া আংশিক) চা বাগানের ভোটাররা ভোট দেন। ২৬৫ জন ভোটারের মধ্যে ২৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ৮টায় প্রিসাইডিং অফিসার শ্রম কল্যাণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর তারিনি কান্ত শীল জুড়ী কেন্দ্রের পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী জুড়ী অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সম্পাদক ফুলতলা চা বাগানের শাহীন আহমদ। ট্রাক্টর প্রতীকে তিনি পেয়েছেন ২০২ ভোট। অপর প্রার্থী ব্রজ কুমার বর্ধন তালাচাবি প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।
সম্পাদক পদে বর্তমান সম্পাদক ধামাই চা বাগানের লিটন দাশ বই প্রতীকে ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপর প্রার্থী দিলদারপুর চা বাগানের ফুল বাবু সিংহ জগ প্রতীকে পেয়েছেন ১০৬ ভোট।
এদিকে জুড়ী কেন্দ্রে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মো. জাকারিয়া আহমদ (চেয়ার) ১৯৯ ও মো: মাহবুব রেজা (বটগাছ) ৫৩, সহ-সভাপতি পদে কংকন জ্যোতি ভট্টাচার্য (দেয়াল ঘড়ি) ১৬০, শেখ কাওছার মিয়া (ছাতা) ১৩৭, শফিউল আলম শাহীন (মাছ) ৩৮, রিংকু মিত্র (দোয়াত কলম) ২৮, মো: আমির আলী (বালতি) ২৭ ও বলাই কায়স্থ (কুড়াল) ৯, সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান (মই) ১৪৪, সঞ্জয় কান্তি ভট্টাচার্য্য কাঞ্চন (চাকা) ৭৪ ও হাবিবুর রহমান (আনারস) ৬, সহ-সাধারণ সম্পাদক পদে মো:
আলমগীর চৌধুরী (হরিণ) ১৮৩ ও কাজী তমীম-উল-আম্বিয়া (মোমবাতি) ২৪, সাংগঠনিক সম্পাদক পদে গণেশ রঞ্জন দেব (বাই সাইকেল) ১৫৭ ও প্রদীপ প্রসাদ যাদব (মোবাইল ফোন) ৬৬, কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাশ (কবুতর) ১৬৫ ও শেখর চৌধুরী (উড়োজাহাজ) ৫১, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো: ইব্রাহিম মিয়া (মোরগ) ১৩৬ ও মো: খায়রুল ইসলাম (প্রজাপতি) ৭৩ এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: মাহমুদুর রহমান রাসেল (চশমা) ১১৩, সুনীল পাল (হারিকেন) ৮০ ও রজত কান্তি দেশমুখ্য (ফুটবল) ২৯ ভোট পেয়েছেন