ঝিমি সভাপতি কামরুজ্জামান সম্পাদক নির্বাচিত

সৈকত মন্ডল, বাগেরহাটঃ বাগেরহাটে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) এর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় শহরের শুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে ডাঃ রনজিৎ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠত হয়।
সভার শুরুতে এডাব সদস্য সংগঠনে যে সকল সদস্যরা মৃত্যু বরন করেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করে শেক প্রস্তাব গ্রহন করা হয়। সভায় সম্পাদক বিগত বার্ষিক সাধারন সভার কার্যবিবরনী পাঠ, বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপন্থাপন করেন।

এসময় বক্তৃতা করেন এডাব এর সদস্য এম এ সালাম, মনজুরুল ইসলাম, কামরুজ্জামান, ঝিমি মন্ডল, এডাব খুলনার বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম প্রমুখ। বেলা দুইটায় এডাব এর সভাপতি ডাঃ রনজিৎ কুমার বিশ্বাস বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন । এসময় আগামী দুই বছরের জন্য কন্ঠভোটের মাধ্যমে শুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল কে

সভাপতি ও আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কামরুজ্জামান কে সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি জোয়ার বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম এ সালাম, সদস্য গনমিলন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডাঃ রনজিৎ কুমার বিশ্বাস, অগ্রদূত এর নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top