জয়নাল আবেদীনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এন এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এর উদ্যোগে ৬ মাস মেয়াদি অফিস এপ্লিকেশন কোর্সের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহঃ) দাখিল মাদ্রাসার কক্ষে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের লিখিত,ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেয়া হয়।জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস মেয়াদি এই কোর্সের পরিক্ষায় ১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এতে প্রশিক্ষণার্থীদের লিখিত পরিক্ষা নেন ইবতেদায়ী প্রধান মুরশিদা আক্তার,জুনিয়র শিক্ষক মর্জিনা আক্তার,মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেন ইকরাম হোসেন,এম এ হাসনাত,বহমান বাংলার প্রধান সহ সম্পাদক ও দৈনিক আমার বার্তা সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন।
উল্লেখ্য:এন এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকেই গরীব,অসহায় ও মেধাবী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।স্বনামধন্য ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্পিউটার সম্পর্কে যাবতীয় তথ্য সেবাও দেয়া হচ্ছে।উক্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সরকারী-বেসরকারী বিভিন্ন অফিসে সুনামের সহিত কাজ করছেন।মাদক মুক্ত সমাজ ও বেকারত্ব দূরীকরণে এন এস কম্পিউটার প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে অবহেলিত যুব সমাজকে।