খন্দকার সাইফুল নড়াইলঃ বিজয় দিবস উপলক্ষে নড়াইলের চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রথমে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কালিয়া উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ
সম্পাদক ও পুুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমাদুল হক খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ
বিষয়ক সচিব খাজা মিয়া। এছাড়া প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ। প্রধান বক্তা ছিলেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন-কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, সাবেক
মেয়র বিএম ইমদাদুল হক টুলু, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য শাহীন সাজ্জাদ খান পলাশ, পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম
সাইফুজ্জামান,হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলি বেগম, সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এফ এম শামীম আহমেদ, ওলামা লীগ নেতা রফিকুল ইসলাম, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত দাসসহ অনেকে। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সমুন্নত রেখে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যেন মাথাচড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।