রাফসান আহম্মেদ রোকন শরীয়তপুর ::: আজ ১৬ ই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস। সবাইকে জানাই মহান বিজয় দিবস এর শুভেচ্ছা। আমি প্রায় দেখে আসছি বিএনপি গনতন্ত্র বলে চিল্লায়। আমি বলতে চাই রাস্তায় সমাবেশ করে গনতন্ত্র খোঁজেন কেন।আজকে আপনি রাস্তায় সমাবেশ করলেন, এতে তো সাধারণ মানুষের ক্ষতি হবে। খোলা মাঠে গিয়ে করেন সমাবেশ অনুমতি পাবেন। এই ভাবে রাস্তা বন্ধ করে সমাবেশ করার মানে কি। সাধারণ মানুষের কথা চিন্তা করেন, ওরা যদি আপনাদের সাথে থাকতো তা হলে এই ভাবে রাস্তায় সমাবেশ করতেন না। রাস্তায় বন্ধ করে সমাবেশ করা বন্ধ করুন, জনগণের জন্য কাজ করুন। মাঠে কর্মী নিয়ে কাজ
করেন, জনগণের সঠিক রাজনীতি করুন। আগুন সন্ত্রাস করা বন্ধ করুন, আপনাদের এই ভাবে গনতন্ত্র হয় না। সাধারণ জনগন আপনাদের বিশ্বাস করে না, বিশ্বাস করলে আপনারা রাস্তায় ককেন সমাবেশ করবেন। রাস্তা বন্ধ করে সমাবেশ করবেন আবার গনতন্ত্র খোঁজবেন। এটা কেমন রাজনীতি আপনাদের ২০১৩ সালেই প্রায় তিন হাজার ৬০০ জনকে পেট্রোল বোমা মেরে তারা আহত করেছে। ২০১৪-২০১৫ সালেও একই কাজ করেছে। এটা কিরকম আন্দোলন আমি জানি না। দল-মত নির্বিশেষে
এদেশের প্রতিটি মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। প্রতিটি মানুষের স্বাধীনভাবে নিজের জীবন-জীবিকা করার অধিকার আছে। সেই অধিকার সংরক্ষণ করাই বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব। আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি।৷ ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটালে সহ্য করা হবে না। কেউ রাজনীতি করতে চায়, সুষ্ঠ রাজনীতি করুক আমাদের আপত্তি নাই। কিন্তু সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রক্ষা নাই। এটা সহ্য করা যায় না, কোনো মানুষ সহ্য করতে পারে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।