কেন্দুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

 কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ৫১ তম মহান বিজয় দিবস পালন করা হয়।বাঙালী জাতির জন্য একটি উৎসব ও আনন্দের দিন।বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস।দিবসটি পালন উপলক্ষে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় পরবর্তীতে সুর্য্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু মোড়ালে শহীদদের স্মরণে পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, নির্বাহী অফিসার কাবেরী জালাল,উপজেলা আওয়ামী লীগ,কেন্দুয়া প্রেসক্লাব এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিজয় দিবস উপলক্ষে কেন্দুয়া খেলার মাঠে জাতীয় সংগীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা

ও বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার কাবেরী জালাল,ওসি আলী হোসেন পিপিএম।পরে তারা  মাঠ পরিদর্শন করেন। এ সময় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্কুলের শিশু-কিশোর সংগঠন এর কুচকাওয়াজ শরীরচর্চা ডিসপ্লে পরিদর্শন শেষে পুরস্কার  বিতরণ করা হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক

ভূঞা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণদের সংবর্ধনা ও ধন্যবাদ জ্ঞাপন করে এবং পুরস্কার বিতরণ করে উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top