রাজস্হলী প্রতিনিধি::: রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাঙ্গালহালিয়া ইউপি পরিষদে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বাবু আদোমং মারমা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব চাথোয়াই
মারমা ইউপি মেম্বার মোঃ কামাল হোসেন, থোয়াইশৈমং মারমা, বাপ্পি দেব ও সালমা বেগম, অনন্যা মেম্বারগণ ও উপস্থিত আছেন। ইউপি চেয়ারম্যান আদোমং মারমা তিনি জানান, তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে বাঙ্গালহালিয়া ইউপির ৩নংসর্বস্তরের গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।