কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আনিছুর রহমান আর নেই

 কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আনিছুর রহমান আন্জ্ঞু আর নেই। বুধবার (১৪ডিসেম্বর) রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র,৩ কন্যা, নাতি নাতনী,আত্নীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেন্দুয়ার সাংবাদিক সমাজ,বীর মুক্তিযোদ্ধা,সুধীজন শোকাহত | পরিবারের

প্রতি সমবেদনা জানান।বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বেলা ২টা ৩০ মিনিটে মরহুমের গ্রামের বাড়ি মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে। উল্লেখ, সাংবাদিক আনিছুর রহমান আন্জ্ঞু ১৯৮৩ সালে দৈনিক দরপন পত্রিকার মাধ্যম সাংবাদিকতা শুরু করেন।পরে আজকের বাংলাদেশ ও বাংলার বানী পত্রিকায় ২০১৩ সাল পর্যন্ত নিয়মিত সাংবাদিক হিসাবে জড়িত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top