বাগেরহাট প্রতিনিধিঃ “সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি,শিশু ও মা স্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। বুধবার ( ১৪ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অঃদা) দিলদার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা উপ-
পরিচালক আকিব উদ্দিন,এ সময়ে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, সাংবাদিক রফিকুল ইসলাম মাসুম,ফজলুল হক খোকন,পরিবার পরিকল্পনা সহকারী শামীম হোসাইন প্রমুখ।সংবাদ সম্মেলনে সেবা সপ্তাহে শিশু ও মাতৃস্বাস্হ্যের সার্বিক উন্নতি ও অনাকাঙ্ক্ষিত গর্ভরোধ ,বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসাধারণকে অবহিতকরন,মা ও শিশু স্বাস্হ্য বিষয়ক বিভিন্ন সেবা,আশ্রয়ন ও দুর্গম এলাকার সেবা প্রদান সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।