বরেণ্য চিত্রশিল্পী সুলতানের কন্যা নিহার বালার স্মরণে শোকসভা

 খন্দকার সাইফুল নড়াইলঃ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা সদ্য প্রয়াত নিহার বালার সাহার স্মরণে এস এম সুলতান কমপ্লেক্সের আয়োজনে নড়াইলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে শিল্পী এস এম সুলতান কমপ্লেক্সের শিশুস্বর্গ ভবনে কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জীর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম, শিল্পকলা একাডেমীর কর্মকর্তা শেখ

হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রশিদ মন্নু, আসাদ রহমান প্রমুখ। গত ৩০ নভেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে তাকে সুলতান কমপ্লেক্সের পাশের্^ সমাহিত করা হয়। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে নিহার বালা ১৯৭৫ সাল থেকে অসুস্থ শিল্পীর মৃত্যুর পূর্ব পর্যন্ত সেবাযতেœ আগলে রেখেছিলেন। নিহার সুলতানের বাউন্ডুলে জীবনকে নিয়ন্ত্রন করে ছবি আঁকার উৎসাহ যুগিয়েছেন। পারিবারিক সমস্ত কাজ, শিল্পীর চিড়িয়াখানার পশু পাখিদের সেবাযতœ, শিল্পীর অসুস্থতা এবং দৈনন্দিন জীবন-যাপনে একমাত্র সেবাময়ী হয়ে নিরলসভাবে কাজ করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top