নওগাঁয় আলুর ক্ষেত থেকে ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার

মোছাঃ শারমিন আক্তার বগুড়া :::  নওগাঁয় আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল উদ্দিন (৫৪) নামে এক ব্যাক্তির ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। বুধবার ১৪ ডিসেম্বর সকালে নওগাঁ শহর বাইপাস সড়কের গাবতলী মোড় নামক এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ জালাল উদ্দিন নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার দমদমা এলাকার মৃত মফিজ এর ছেলে। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আজ সকালে স্থানীয়রা আলুর ক্ষেতে একটি মৃতদেহ দেখতে পায়। এরপর থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধারের সময় নিহতের মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top