বিজয়ের মাসে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এল কে আবুল

 মোছাঃ শারমিন আক্তার বগুড়া :::   মহান স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার বগুড়ার আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা এলকে আবুল হোসেন (৮১) আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। গত  রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজবাড়িতে তার হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।  সোমবার বাদ জোহর বাজার ঈদগাহ মাঠে মরহুমের রাস্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে খাড়িরব্রিজ মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে,

চার মেয়ে ও নাতিনাতনীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ

কুদরত ই-এলাহী কাজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু),সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সদস্য জিললুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top