কেন্দুয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

 সাইফুল আলম দুলাল, কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১১ডিসেম্বর রবিবার বিকালে নতুন আহবায়ক কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মোড়ালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির আহবায়ক

ইখতিয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা। কেন্দুয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ,পৌর ছাত্রলীগের আহবায়ক ইয়াসিন আলম সোহাগ, যুগ্ম আহবায়ক রাফিত হোসেন

বিজয়,কলেজ শাখার আহবায়ক প্রিন্স কবির খান বাবু,যুগ্ম আহবায়ক হেদায়েতুল্লাহ প্রমুখ। বিএনপি জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য ও অপরতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের নেতা কর্মীদের নিরলস ভাবে কাজ করার জন্য আহবান জানান কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top