পাইকগাছায় জোরপুর্বক ইটের ভাটা দখলের অভিযোগে মানববন্ধন

 সফিয়ার রহমান পাইকগাছা খুলনা:::   অবৈধ ভাবে ইটের ভাটা জবর দখল করার প্রতিবাদে পাইকগাছার বোয়ালিয়া মোড় নামক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ দিনের মধ্যে ইটের ভাটা ছাড়ার আলটিমেটাম। উপজেলার পুরাইকাটি শাহিনুর রহমানে এন,এস,বি ইটের ভাটা অবৈধভাবে জবর দখল করে ফাইভ ষ্টার নামে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ কারণে খুলনা জেলা প্রশাসকসহ ৮ টি দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জবরদখলকারী মোঃ আসাদুল

সরদারসহ ৯ জনের বিরুদ্ধে শাহিনুর রহমানের স্ত্রী সোনালী বেগম এ লিখিত অভিযোগ করেন। একই অভিযোগে রোববার সকালে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাজেদা ফিস এর স্বত্বাধিকারী শাহজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন  জামশেদ হোসেন মুন্না,মেহেদী হাসান নান্টু, সাত্তার সরদার,শেখ সোহরাউদ্দীন,এসএম তানভীর হোসেন রাসেল,গফ্ফার মোড়ল,ইকবাল সরদার,কোনাই মোড়ল,অহিদুজ্জামান মোড়ল,শের আলী গাজী,জাফর

আলী শেখ, আলতাফ হোসেন ও কামরুল সরদার। বক্তারা বলেন ১২ দিনের মধ্যে ইটের ভাটা ছেড়ে না দিলে যেকোন অপ্রিতিকর ঘটনার জন্য জবর দখল কারীরা দায়ী থাকবে। ইট ভাটা ছাড়া চিম্মি,ডাম্পার,মেশিনাদী,মিক্সার মেশিন,কয়লা ভাঙ্গা মেশিন,হাওয়া মেশিন,জেনারেটর,মোটর,মজুদ মাটি,বালু সবই নিয়ে নিছে। যার আনুমানিক মুল্য ২ কোটি টাকা। এব্যাপারে আসাদুল ইসলাম জানান তাদের যাবতীয় কাগজ পত্র সবই আছে। এমন কি আদালত থেকে বায়না পত্র অনুযায়ী আদালত থেকে রেজিষ্ট্রী করার জন্য আদেশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top