কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ছাত্রলীগের আহ্বায়ক কমিটির শুভেচ্ছা বিনিময়

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে বুধবার সন্ধ্যার পরে কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময় করেন কেন্দুয়া উপজেলা, পৌরসভা এবং কলেজ ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা কর্মীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সহসভাপতি

সুনীল পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দফতর সম্পাদক কিশোর কুমার শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূঞা, সাংবাদিক রুকন উদ্দিন ও সাইফুল আলম দুলাল। এছাড়াও নবগঠিত কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ কমিটির আহ্বায়ক- ইখতিয়ার হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়াল, আপেল মাহমুদ, আনোয়ার হোসেন, মাহমুদ

সোহাগ আকাঈদ, এহসানুল হক শাফিম, বিল্লাল তালুকদার, মাহাবুল আলম, মেহেদী হাসান চৌধুরী, জিয়াউল হায়দার রিমন, আব্দুল্লাহ আল মামুন।
পৌর ছাত্রলীগের আহ্বায়ক- ইয়াসিন আলম সোহাগ, যুগ্ম আহ্বায়ক- রাফিত হোসেন বিজয়, মঞ্জুরুল হক, জীবন চন্দ্র দাস, সাব্বির আহমেদ সাকিব।

কলেজ ছাত্রলীগের আহ্বায়ক- প্রিন্স কবির খান বাবু, যুগ্ম আহ্বায়ক হেদাতুল্লাহ, রুবেল মিয়া, রবিন তালুকদার, বিদওযানুল হক আলভী, হাসান আহমেদ, কামরুজ্জামান রাজু, রিফাত আহমেদ, সাদ্দমান সব্বির, আমিনুল হক ফয়সাল। এসময় নবগঠিত তিনটি কমিটির অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত , ৫ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দুয়া উপজেলা, পৌরসভা এবং কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি আগামী ৩মাসের জন্য অনুমোদন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top