জয়নাল আবেদীনঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিকদের সংগঠন সীতাকুণ্ড রিপোটার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।উৎসব মুখর পরিবেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ ইউসুফ খান,সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা সিনিয়র রিপোর্টার মোঃ এমরানুল ইসলাম মুকুল,সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির সীতাকুণ্ড প্রতিনিধি রেজাউল ইসলাম পলাশ।
৯ ডিসেম্বর(২০২২) শুক্রবার বিকালে সীতাকুণ্ড পৌরসদরের ইসলামীয়া মার্কেট এর তৃতীয় তলায় রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন করা হয়।কমিটি গঠনের পূর্বে প্রথম অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এরপর ভোটের কার্যক্রম শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুনীল বন্ধু নাথ,সহকারী নির্বাচন কমিশনার হযরত সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক,বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা।
নব নির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন সময়ের আলো সীতাকুণ্ড প্রতিনিধি এসকে এম মেজবাহ উদ্দিন,সহ-সভাপতি দৈনিক আমাদের নতুন সময়’র সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খলিল,সহ-সাধারণ সম্পাদক একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার এমকে মনির,অর্থ সম্পাদক সকালের সময়ের সীতাকুণ্ড প্রতিনিধি ফারহান সিদ্দিকী নাঈম,দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের সীতাকুণ্ড প্রতিনিধি ইমাম হোসেন
ইমন,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণমুক্তির সীতাকুণ্ড প্রতিনিধি মামুনুর রশীদ মাহিন,তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক আমার বার্তা সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার’র সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ মহিউদ্দিন,নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তা’র চট্টগ্রাম ব্যুরো টিপু দাস গুপ্ত,বিজয় টিভির ক্যামেরাম্যান কামরুজ্জামান কামরুল।