তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ মুকসুদপুর থানাধীন সকল প্রতিনিধি দের নিয়ে অফিসার ইনচার্জ মুকসুদপুর থানা এর অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় অফিসার ইনচার্জ সকল পেট্রোল পাম্প মালিক দেরকে হেলমেট ব্যাতীত মোটরসাইকেল চালক দের নিকট জ্বালানি বিক্রয় না করার জন্য এবং এ
সংক্রান্তে পাম্পের দৃশ্যমান জায়গায় ব্যানার সংযোজনের জন্য অনুরোধ করেন৷ এ সময়ে তিনি খুচরা ভাবে বোতল, জার এ জ্বালানি তেল বিক্রয় না করার জন্য অনুরোধ করেন এবং নিজ নিজ পেট্রোল পাম্প সমূহের নিরাপত্তা ও পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা সচল রাখার জন্য অনুরোধ করেন৷