কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সুনীল পোদ্দার কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়ায় ৯ ডিসেম্বর শুক্রবার বিকালে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দৃপ্ত শপথে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ

সম্পাদক প্রভাষক লুৎফর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী

হোসেন পিপিএম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top