দিঘলিয়ার দেয়াড়া গ্রামে পৈত্রিক জমিতে থাকা গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ

এস.এম.শামীম দিঘলিয়া,খুলনাঃ দিঘলিয়া উপজেলার ৩ নং সদর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এলাকায় পৈত্রিক জমিতে থাকা গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগের সুএে জানা যায় ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা শফিউদ্দিন এর দেবনগর মৌজার এস এ দাগ নং-২৩৫১,২৩৫২,২৩৫৩,২৩৫৪,২৩৫৫,২৩৫৮, ১০৬৩,১০৬৪, আর এস খতিয়ান-৮০১,১২২৮, দাগ নং-১৭০৬,১৭০৮,১৬৮৫,১৬৮৬, জমির পরিমাণ মোট

৩৮ শতাংশ উক্ত শফিউদ্দিন যুগ্ম জেলা জজ আদালত খুলনা এর দেওয়ানী মোকাদ্দমা নং-২০৫/২১২ এর মাধ্যমে উক্ত জমি পান। কিন্তু একই এলাকার বাসিন্দা সোহরাব হোসেন (গেদু) জাল-জালিয়াতির মাধ্যমে উক্ত জমি আর এস খতিয়ান নিজ নামে রেকর্ড করেন, এবং উক্ত রেকর্ডের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল খুলনা একটি মোকাদ্দমা ধার্য করা হয়। যাহার নং-১০৩/২০২০। মামলা টি চলমান রয়েছে এবং উক্ত মামলা চলমান থাকা

অবস্থায় প্রতিবেশি সোহরাব হোসেন(গেদু)(৫০) উক্ত জমির ওপর থাকা অসংখ্য মূল্যবান গাছ জোরপূর্বক কর্তন করে যার বাজার মুল্য প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা এবিসিয়ে শফিউদ্দিন এর কন্যা নাসিমা বেগমে (৩৫) বাধা প্রদান করিলে নাসিমা বেগম কে অক্ষত ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধামকি প্রদান করে, একপর্যায়ে নাসিমা বেগম (৩৫) দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top