স্টাফ রিপোর্টার তোফাজ্জেলঃ খুলনা খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়ন নিবাসী ফটিক ফকিরের মানুষিক প্রতিবন্ধি কন্যা, পারুল (কুট্টি ) ২৯, গত ০২-১২-২০২২ ইং তারিখ সন্ধা ৭টার সময় মায়ের উপর অভিমান করে, কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোজাঁ খুজি করেও কোনো খোজ না পাওয়ায় মা-বাবা ও আত্মীয়-স্বজন দিশেহারা হয়ে
পড়েছে। দিশেহারা মায়ের আকুতি তার প্রতিবন্ধি কন্যা, পারুল (কুট্টি ) ২৯ কে কেউ কোথাও দেখে থাকলে ০১৯৫৯ ৮১৬৪৯৩ যোগাযোগ করার অনুরোধ করেন। এ বিষয়ে খানজাহান আলী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে যার নং-২৯০ তারিখ ০৬-১২-২০২২ ইং। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন বলেন,সকল যায়গায় ছবি সহ মেসেজ পাঠানো হয়েছে এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে।