ডেস্ক নিউজঃ ছাতকে চার দিন ধরে নিখোঁজ হওয়া নির্মাণ শ্রমিক আব্দুল হাসিমের পরিবার চলছে আহাজারি। কোথাও কোন সন্ধান না পেয়ে তার ভাই-বোন ও স্বজনদের মাঝে বিরাজ করছে এক অজানা আতংক। তার বড় ভাই আব্দুল মমিন সহ স্বজনরা আব্দুল হাসিমকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। পৌরসভার বাগবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজ মুন্সির পুত্র নির্মাণ শ্রমিক আব্দুল হাসিম সোমবার (৫ ডিসেম্বর) রাতে শহর এলাকা থেকে নিখোঁজ হয়। আব্দুল হাসিমের রহস্য ঘেরা নিখোঁজের বিষয় শহর জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
আব্দুল হাসিম নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার ছাতক থানায় একটি জিডি (নং-৩১৮) করেছেন তার স্ত্রী শিরিনা বেগম। জিডিতে উল্লেখ করা হয়েছে রাত আটটার দিকে আব্দুল হাসিম বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে যাননি। তখন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের পশ্চিম বাজার এলাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিখোঁজ আব্দুল হাসিমের সন্ধান চেয়ে সংবাদ সন্মেলন করেন তার বড়ভাই আব্দুল মমিন। এসময় তিনি বলেন, তার ভাই আব্দুল হাসিম পেশায় একজন নির্মাণ শ্রমিক। সম্প্রতি তার আপত্তিকর চলাফেরা ও কার্যক্রম তাদের চোখে পরিলক্ষিত হয়েছে। হঠাৎ করে মাদক কারবারিদের সাথে তার দহরম-মহরম সম্পর্ক গড়ে উঠার বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছিল। তাদের ধারনা, ইয়াবা বা মাদকেরর সাথে জড়িয়ে যাওয়ার কারনেই তার সহযোগিরা তাকে গুম করে রেখেছে। তিনি আরো বলেন,সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে দ্রুত বেরিয়ে যায় আব্দুল হাসিম। বাসা থেকে বের হওয়ার পর তার স্ত্রীর সাথে একাধিক বার ফোনে কথাও বলেছে সে। ওই রাতে প্রায় ৮ টার সময় দু’জন লোক বাসায় এসে তার স্ত্রীর সাথে দেখাও করেছে। এর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই সময়ের মোবাইল ফোনের কল রেকর্ড যাচাই করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তার ভাই আব্দুল মমিন।
সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী আনিসুর রহমান চৌধুরী সুমন, ফখরুল আলম,তানভীর চৌধুরী,নিখোঁজ আব্দুল হাসিমের ভগ্নিপতি বাদশাহ মিয়া,বোন শাহানারা বেগম, আনোয়ারা বেগম, পিয়ারা বেগম, রুফেজা বেগম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।