রিফাত আহমেদ রিজভীঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এ যাবৎকালের অর্জন ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও সামাজিক সচেতন ব্যক্তিদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ ডিসেম্বর) সকালে সংগঠনের আয়োজনে ফুলবাড়ীয়া পৌর সদরের পুরাতন গরুহাটা মায়ের দোয়া ভিলায় সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ মহিলা আ’লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সেলিমা বেগম সালমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব।
এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, সময় টিভির ময়মনসিংহ ব্যুরো সাদিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক জয়নাল মন্ডল, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, সদস্য সচিব নাজমুল হাসান, সদস্য সাইদুল ইসলাম, আমির হোসেন, আইয়ুব মিয়া প্রমূখ।
জানা যায় ২০২১ ইং সনে সংগঠনটি প্রতিষ্ঠালাভের পর থেকে অদ্যবতি পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন অঞ্চলের অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধীদের সহায়তা, মসজিদ-মাদরাসায় আর্থিক অনুদান ও চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সরঞ্জাম সরবরাহ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।