তপু শেখগোপালগঞ্জ প্রতিনিধিঃ সাধককুলের শিরোমণি, উপমহাদেশের প্রখ্যাত সাধক, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুরে ফরিদপুর গ্রামের হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক
(রঃ) (কান্দুলিয়া হুজুর নামে পরিচিত) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক আজ ৫ ডিসেম্বর সোমবার থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বুধবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।