সান্তাহারে পুকুর থেকে জোরপূর্বক মাছ নিয়ে যাওয়া ও মারপিটের অভিযোগ

মোছাঃ শারমিন বগুড়াঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর মালিককে মারপিট করে ১০ মন মাছ জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে পুকুরের মালিক ইউসুফ আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ থেকে সান্তাহার পৌর শহরের যোগীপুকুর এলাকায় একটি পুকুর লিজ নিয়ে সান্দিড়া

গ্রামের আফছার আলীর ছেলে ইউসুফ আলী মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জনৈক শফিকুল ইসলাম স্বপন, তাজু মোল্লা, আনোয়ার, আতোয়ার সহ অজ্ঞাত আরো ৫/৭ জন ব্যক্তি ওই পুকুর থেকে জোরপূর্বকভাবে বিভিন্ন প্রজাতির ১০ মন মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন। এসময় পুকুরের মালিক ইউসুফ আলী নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে মারপিট করেন এবং

গালিগালাজ ও ভয়ভীত হুমকি প্রদর্শন করিতে থাকে এসময় তারা বলেন যে পরবর্তীতে পুনরায় পুকুরে আসিলে মারিয়ে ফেলবে বলে চলে যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top