কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় বৃহস্পতিবার ১ ডিসেম্বর বিকালের দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২২/২০২৩ অর্থ বছরের বোরো মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭৯০০ জন(সাত হাজার নয়শত) জন কৃষকদের মাঝে উৎপাদনের লক্ষে বিনামূল্যে ধান উপসী ৩৫০০(তিন হাজার পাঁচশত) জন চাষির মাঝে ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।
এছাড়াও ৪৪০০( চার হাজার চারশত) জন চাষির মাঝে হাইব্রিড বীজ সহায়তায় ২ কেজি করে বীজ ধান প্রদান করা হয়। এ দিকে ১ হাজার ৩০০ জন চাষির মাঝে সবজি বীজ প্রদান করা হয়েছে। বীজ ও রাসায়নিক সার উদ্ভোধনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক,মিজানুর রহমান ও আতিকুর রহমান প্রমুখ।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির জানান, সর্বমোট ৯ হাজার ২ শত জন চাষীর মাঝে সবজী বীজ, বোরো ধান উপসী বীজ, রাসায়নিক সার ও হাইব্রিড বীজ সহায়তা আজ উদ্ভোধন করা হয়েছে। খুব দ্রুতই বিতরণ কাজ সম্পর্ন করা হবে।