পাইকগাছায় রেশনের চাল ওজনে কম দেয়ায় ডিলারকে জেল- জরিমানা

সফিয়ার রহমান খুলনার পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় ১৫ টাকা দরের রেশনের চাউল ওজনে কম দেয়ার অপরাধে ডিলার আব্দুল কুদ্দুস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে একমাসের জেল প্রদান করেন। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন। তবে তিনি অর্থ দন্ড

দিয়ে মুক্ত হন।একই সাথে তিনি তার লাইসেন্স বাতিল করার আশ্বাস দেন স্থানীদের । উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ৬২৯ জন কার্ড ধারীদের মধ্যে আগড়ঘাটা বাজারে এটা দেয়া হচ্ছিল। সকাল ১০ টা থেকে চাউল দেয়া শুরু হয়। প্রতিজনকে ৩০ কেজির জায়গায় ২৯ বা ২৮ কেজি দেয়া য়

এলাকাবাসী অভিযোগ ও প্রতিবাদ করেন। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ঘটনাস্থলে সত্যতা প্রমান হওয়ায় এ জরিমানা করেন। ৮ নং ওয়ার্ড সদস্য এম বদরুল আলম,বলেন,ডিলার আব্দুল কুদ্দুস সরদার প্রতিবারই এভাবে অসহায় লোকদের চাউল কম দিয়ে ঠকিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top