জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার চেরাগ আলী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মৌসুমী আক্তার স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার হবিবপুর শাহপুর এলাকার কৃতি সন্তান প্রয়াত হাজি চেরাগ আলী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টায় শান্তিনগর বাজারস্থ আলী কমিউনিটি সেন্টারে হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন।

হবিবপুর এলাকার বিশিষ্ট মুরব্বী জগন্নাথপুর সাব-রেজিষ্টার অফিসের দলিল লেখক বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্মী শামছুল হক শামছু।

সাবেক কৃতি ফুটবলার সেলিম আহমদের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সালা উদ্দিন মিঠু, সাবেক ইউপি সদস্য সাদেকুর রহমান সাদেক, সাবেক কৃতি ফটবলার মাহমুদ আলী, যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান, সমাজসেবক দিলু মিয়া, ডাঃ আশরাফ আলী, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ- সেক্রেটারী বিশ্ব বৈদ্য, শান্তিনগর বাজার কমিটির সেক্রেটারী আব্দুল হান্নান, সমাজকর্মী আব্দুল মনাফ, আনসার মিয়া, জয়নাল মিয়া, কাঁচা মিয়া, কবির মিয়া, মানিক মিয়া, মরহুমের পুত্র জুবেল মিয়া সহ আরো অনেকে।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুলেমান আহমদ।

পরে মরহুম চেরাগ আলী রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আলী হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top