মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ নাটোরের লালপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর ২০২২) উপজেলা পরিষদ মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন ইউএনও শামীমা সুলতানা। বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সকল
দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি। সভায় জাতীয় কর্মসূচির পাশাপাশি ১৩ ডিসেম্বর মুক্ত দিবস পালন, ১৪ ডিসেম্বর উপজেলার সকল (৭টি) গণকবর জিয়ারত, ১৬ ডিসেম্বর শিশুদের জন্য গ্রিন ভ্যালি পার্ক উন্মুক্ত থাকবে।