স্টাফ রিপোর্টার::: যশোরের অভয়নগরে সমাজ সেবা অধিদফতরের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মস‚চির আওতায় ১২ জন রোগীর মাঝে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। সোমবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে ক্যান্সার রোগী ৪জন, কিডনি রোগী ১জন, লিভার সিরোসিস রোগী ১জন, থ্যালাসেমিয়া ১ জন, জন্মগত হৃদরোগ ৩জন এবং স্টোকে প্যারালাইজড রোগী ২ জন। উপজেলা পরিষদ
কার্যালয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে ওই চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা একেএম ওহিদুজ্জামান,ফিল্ড সুপারভাইজার মো. ইসহাক আলী প্রমুখ ।