রিপোর্টারঃ মনজুরুল ইসলাম::: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় লালপুরে ৪১শিক্ষা প্রতিষ্ঠানে ৪১৬ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। ৪৮টি জিপিএ ৫ পেয়ে শতভাগ পাসের সাফল্য পেয়ে উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল। ৪৪ টি জিপিএ ৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ৩৪ টি জিপিএ পাস পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এছাড়াও গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় পেয়েছে ২২ টি করে। করিমপুর উচ্চ বিদ্যালয় ও বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় ১৪ টি করে রাকশা উচ্চ বিদ্যালয় ১৬, লক্ষন
বাড়িয়া উচ্চ বিদ্যালয় ১২ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ১০ কলসনগর উচ্চ বিদ্যালয় ১১, হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, মোহরকয়া উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয় ৯ টি করে। মনিহার পুর -রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও বেলায়েত খান উচ্চ বিদ্যালয় ৬টি করে। সালাম পুর উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর উচ্চ বিদ্যালয় ৫ টি করে। মঞ্জিল পুকুর উচ্চ বিদ্যালয়, মহেশ্বর উচ্চ বিদ্যালয়, বালিতিতা উচ্চ বিদ্যালয় ৪ টি করে, কচুয়া উচ্চ বিদ্যালয়, ভেল্লাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, শালেশ্বর উচ্চ বিদ্যালয়, চকনাজির পুর উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও হাজির হাট উচ্চ বিদ্যালয় ৩ টি করে। দুড়দুড়িয়া স্কুল এন্ড কলেজ, রাধাকান্ত
পুর স্কুল অ্যান্ড কলেজে ও দাইড়পাড়া উচ্চ বিদ্যালয় ২ টি করে। রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় , রহিমপুর উচ্চ বিদ্যালয়, আড়বাব উচ্চ বিদ্যালয়, ও সাদিপুর উচ্চ বিদ্যালয় ১ টি করে জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৪৯, শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ২৯ ও থানা বালিকা উচ্চ বিদ্যালয় ৪ জন জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডে বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসা ৭ ডহরশৈলা দাখিল মাদ্রাসা হতে জিপিএ ৫ পেয়েছে ৫ জন