নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা’র সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি-এর মাতা ও মনিরামপুর উপজেলা জাতীয় মহিলা সংস্থার সদ্য সাবেক চেয়ারম্যান রেবেকা সুলতানা (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে —– রাজেউন)। সোমবার জোহরবাদ মণিরামপুর ফাজিল মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পৌরশহরের মোহনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমার পারিবারিক সূত্রে জানাযায়, রেবেকা সুলতানা বেশ কিছুদিন যাবত হৃদরোগ,
ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভূগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঔষুধ সেবন করতেন। হঠাৎ গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে তার শাররীক অবস্থার অবনতি হলে দ্রæত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। সোমবার জোহরবাদ মণিরামপুর ফাজিল মাদরাসার মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পৌরসভার মোহনপুর গ্রামে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি
সমবেদনা জানিয়েছেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বৃহত্তর মনিরামপুর (সদর)
ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জিএম মজিদের সহধর্মিনী ছিলেন মরহমা রেবেকা সুলতানা। রেবেকার ছোট ছেলে মাহিদুল ইসলাম অদি বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলীত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক।