মোল্লাহাটে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার পিতা

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্তের প্রতিবাদ করায় উত্যক্তকারীদের হামলার শিকার হয়েছেন ওই শিক্ষার্থীর পিতা। উপজেলার গাংনী মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।হামলার শিকার ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, আওয়ামীলীগ নেতা আবুল ফকির জানান, তার

মেয়ে এসএসসি’র টেস্ট পরীক্ষার রেজাল্টের জন্য বিদ্যালয়ে যায়। তখন গাংনী গ্রামের কালু শেখ ওরফে বুনো কালুর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২১) তার মেয়েকে কুপ্রস্তাব/উত্যক্ত করে। বিষয়টি মোবাইলে জানতে পেরে দ্রুত বিদ্যালয়ে যান তিনি। তখন তিনি নিজের চোখে দেখেন এবং উত্যক্তের ঘটনায় তার মেয়ে কেঁদে ফেলে। তখন তিনি নিজেকে সামলাতে না পেরে হাতে নাতে তরিকুল ইসলামকে ধরে লাইব্রেরীর দিকে নেয়ার

চেষ্টা করেন। এমন সময় বাদশা সরদারের ছেলে হাবিব সরদার (২২) ও আলমগীর সরদারের ছেলে শরিফুল সরদার (২১) সহ উত্যক্তকারী দলের ৫/৭ জনে হামলা চালিয়ে রাকিবুল শেখকে ছিনিয়ে নেয়। এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সহযোগিতা চেয়েও পাননি বলে জানান তিনি। তিনি এঘটনার যথাযথ বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক

এস এম আবদুর রহমান জানান, স্কুলে যে ঘটনাটা ঘটেছে আমি তার প্রত্যক্ষদর্শী না, যেহেতু এটা বাহিরের ছেলেদের সাথে আবুল ফকির ও তার মেয়ের বাহিরে ঘটেছে। আবুল ফকির এসে বিচার চাইছে, আমি তার কাছে লিখিত অভিযোগ চাইছি এবং সে পরে অভিযোগ দিতে চেয়েছেন বলেও জানান তিনি। সংশ্লিষ্ট গাংনী পুলিশ ক্যাম্পের আইসি, এস আই রেজাউল করিম জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায় নি।এবিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top