বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহার নির্মাণে বরাদ্দ দেওয়ায় পার্বত্য মন্ত্রীকে স্বর্ণের নৌকা উপহার

উচ্চপ্রু মারমা রাজস্হলী রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের দুই তালা ভবন নির্মাণে ৭০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে স্বর্ণের নৌকা উপহার দিয়েছেন সংঘ প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের । গত শনিবার (২৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায়

বাঙ্গালহালিয়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত বেশ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এসে বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের দুই তালা ভবন শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান প্রায় দুই হাজারের অধিক দায়ক দায়িকাদের উপস্থিতিতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি কে স্বর্ণের নৌকা উপহার দেন বিহার অধ্যক্ষ। উপহার টি গ্ৰহন করে মন্ত্রী উপহার টিকে স্মৃতি হিসেবে ডাকবাংলা বৌদ্ধ বিহারে রাখার

অনুরোধ জানান। বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের বলে পার্বত্য চট্টগ্রামে দৃষ্টি নন্দন নির্মিত বৌদ্ধ বিহার গুলো নির্মানে পার্বত্য মন্ত্রী যথার্থ অবদান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দৃষ্টিনন্দন রূপে নির্মিত হচ্ছে। তাই এমন

সম্প্রীতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আশার আহ্বান জানান। অন্য দিকে ডাক বাংলা পাড়া অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক উঃ খেমাচারা মহাথের, আগাপাড়া অনাথ আশ্রমের ৪০লক্ষ টাকায় নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে মায়ানমার সরকার কর্তৃক পদক প্রাপ্ত ভদন্ত খেমাচারা মহাথের বলে বাঙ্গালহালিয়া ইউনিয়নে অবস্থিত ডাকবাংলা আগা পাড়া অনাথ আশ্রম টির দুইটি ভবন ও

বাউন্ডারি ওয়াল নির্মাণে পার্বত্য মন্ত্রীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন উপ সংরাজ ভদন্ত ঞানুতারা মহাথের ,ভদন্ত ঞানাওয়াইসা মহাথের, ভদন্ত ভদন্ত পামোখা মহাথের,ভদন্ত নাগাওয়াইসা মহাথের, ভদন্ত পঞঞাদীপা মহাথের,ভদন্ত খেমাচারা মহাথের। অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান দায়ক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিশেষ

দায়ক ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, জেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মার্মা, রাজভিলা ইউপি চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমাসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমার নিমন্ত্রণে প্রতিভোজে অংশগ্রহণ করেন পার্বত্য মন্ত্রী ও সফর সঙ্গীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top