মনজুর হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরে রামগতি খানকায়ে ছালাম – আবাদ শরীফ এ আহলে সুন্নত ওয়াল জামাত এর আকিদায় আহমদিয়া তরিকার উদ্যোগে এক বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে বিশেষ বয়ান করছেন, সমগ্র দেশের খুবই সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা, খানকায়ে ছালাম আবাদ শরীফের শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর এবং সালাম আবাদ শরীফের প্রধান খলিফা, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের পীর সাহেব হুজুর।
তারপর বয়ান করেন, মুফতি মুহাম্মাদ হেলাল উদ্দিন আল কাদেরী সাহেব, ফকিহ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, চাঁদপুর।
আরও বয়ান করেন, মাওলানা সাইয়্যেদ মাহমুদুর রহমান তানভীর সিদ্দিকী সাহেব, পীর সাহেব, শাহ আবদুল্লাহ দরবার শরীফ, প্রতাপগঞ্জ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।
ছালাম – আবাদ শরীফ রামগতি এ প্রতিমাসের শেষ বৃহস্পতিবার মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়।পীর সাহেব হুজুর বাংলাদেশের বিভিন্ন জায়গা মাহফিল করেন। তাই দেশের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ মাসিক মাহফিল এ আসেন। আল্লাহর অশেষ রহমতে পীর সাহেব হুজুরের ওয়াজ এ হাজার হাজার মানুষ একত্রিত হয়।
স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, পীর সাহেবের হুজুরের এখানে আসলে মন ঠান্ডা হয়ে যায়। জীবনে কত মাহফিল শুনেছি কিন্তু এত সুন্দর মধুর কণ্ঠে হৃদয় ব্যকুল হওয়া মাহফিল কখনও শুনি নাই।
মাহফিলটি পীর সাহেব হুজুরের বাড়ির সাথে অনুষ্ঠিত হয়। এখানে একটি নুরানী ও এতিম খানা রয়েছে। শত শত এতিম অসহায় এখানে লেখা পড়া করেন। মাহফিলটি ১ম পর্ব শেষ হওয়া পর সকলের জন্য তবরক ব্যবস্থা করেছেন। পরে তবরক খাওয়ার পর কিছু বিশ্রাম ও ঘুমের পর ২য় পর্ব অনুষ্ঠিত হয়।
পীর সাহেব হুজুরের বড় সাহেব জাদা হাফেজ আবদুল্লাহ আল কাদেরী, তার মধুর কন্ঠে কাছিদা, মিলাদ কিয়াম পাঠ করেন।
অবশেষে হাজারো হাজারো আশেকে রাসুল (স:) এর উপস্থিতিতে খানকায়ে ছালাম – আবাদ শরীফের (রামগতি – লক্ষ্মীপুর ) পীর সাহেব হুজুরের আখেরী মুনাজাতের মাধ্যমে মনোমুগ্ধকর মাহফিলটি সম্পূর্ণ হয়।